আওয়ার ইসলাম ডেস্ক: আধুনিক আইন ও বাংলাদেশের আইন ব্যবস্থার উপর ৩ মাস মেয়াদী অনলাইন কোর্স অনুষ্ঠিত হবে গবেষক মুসা আল হাফিজের প্রতিষ্ঠান মাহাদুল ফিকরি ওয়াদদিরাসারিল ইসলামিয়া বাংলাদেশে। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কবি মুসা আল হাফিজ নিজেই।
কোর্স বিষয়ে তিনি বলেন, ‘বিগত রমজানে এ ধারার সংক্ষিপ্ত এক কোর্স হয়েছিলো। বিভিন্ন মাদরাসার ইফতা বিভাগের শিক্ষক ও ছাত্রগণ অংশ গ্রহণ করেন। সকলেই কোর্স শেষে ব্যাপক উপকৃত হবার অভিব্যক্তি জানান। তাঁদের অনুরোধ ছিলো দীর্ঘ পরিসরে যেন এর আয়োজন করা হয়। যেন আরো সম্প্রসারিত অবগতির সুযোগ হয় এবং ইফতা পড়ুয়ারা অংশ নিতে পারেন।
অনলাইনে ক্লাস হবে। ক্লাস নেবেন প্রাজ্ঞ কিছু আলেম ও দেশ বিদেশে আইনের উপর উচ্চতর ডিগ্রিধারী সুপ্রিম কোর্ট, হাই কোর্টের কিছু আইনজীবী, ব্যারিস্টার ও আইনের শিক্ষক।’
কোর্সে অংশ নিতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৫২১৭৭১৮৬৯
এছাড়া কোর্সের বিস্তারিতে দেখুন নিচের পোস্টারে।
এমডব্লিউ/