আওয়ার ইসলাম ডেস্ক: ইজাযত ও সনদপত্র প্রদানসহ অনলাইনে হাদিস শরিফের দরস গ্রহণের সুযোগ তৈরি করেছে লন্ডনের আল-বুরুজ প্রেস। সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
গত ২৫ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদীন ও নাদওয়াতুল উলামার ডিরেক্টর মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ রাবে হাসানী নদভীর নিকট ইমাম বুখারী রহ. এর বিররুল ওয়ালিদাইন (মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার), ই’তিকাদ (ইমাম বুখারি তাঁর মতাদর্শ) ও সুলাসিয়্যাতে বুখারির সবক প্রদান করা হবে।’
নিবন্ধেনের শর্তে বিশ্বের যে কেউ এ দরসে অংশ নেয়ার সুযোগ পাবে বলেও জানিয়েছে সংস্থাটি।
দরসে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দারুল উলুম নাদওয়াতুল উলামা, লাখনৌ, ভারতের মুদীরে আ’লা, সাইয়্যেদ মুহাম্মদ রাবে হাসানী নদভী। এছাড়াও উপস্থিত থাকবেন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শায়খ মোহাম্মদ আকরাম নদভী, রিয়াদ বিশ্ববিদ্যালয়ের শায়খ জিয়াদ টুকলাসহ বিশ্বের বড় বড় আরও অনেক উলামায়ে কেরাম।
বিস্তারিত দেখুন। আয়োজক: আল-বুরুজ প্রেস, লন্ডন।
দাম: বিনামূল্যে (নিবন্ধন বাধ্যতামূলক)
স্থান: লাইভ অনলাইন (বিশ্বব্যাপী সকলের জন্য উন্মুক্ত)
তারিখ: শনিবার, ৩১ জুলাই ২০২১
সময়: বাংলাদেশ সময় রাত ১০টা, ইউকে সময় সন্ধ্যা ৫টা।
লিখিত ইজাজা ও সনদপত্রের জন্য নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন লিঙ্ক:
এমডব্লিউ/