আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের আসাম থেকে গত দুই দিনে ৭ শিশুসহ অন্তত ২৪ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির পুলিশ।
আজ রোববার সকালে রাজ্যটির গুয়াহাটি স্টেশন থেকে আটক করা হয় ৯ জনকে।
পুলিশ জানায়, আসাম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। এ সময় তাদের কাছে জাতিসংঘ শরণার্থী সংস্থার ভুয়া আইডি কার্ড পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানায়, আগরতলা-দেওঘর এক্সপ্রেসে এক ভারতীয় নাগরিকের সঙ্গে ভ্রমণ করছিলেন তারা। কাগজ পত্র না থাকায় তাদের বিরুদ্ধে অবৈধভাবে অণুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। এসব রোহিঙ্গারা কাজের সন্ধানে উত্তর প্রদেশে গেলেও ত্রিপুরা সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।
এদিকে, চলতি সপ্তাহে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা সহ অবৈধ ভাবে অণুপ্রবেশ করা যেকোন ব্যক্তিই ভারতের নিরাপত্তার জন্য হুমকি।
-এটি