শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের এক কিশোরকে গুলি করে মেরে ফেলেছে ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষ চলার সময় মোহাম্মদ মুনির আল-তামিমি নামের ওই ১৭ বছর বয়সী কিশোরের পেটে গুলি লাগে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রাতের দিকে মারা যায় নবি সালেহ শহরের ওই কিশোর। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বলছে, তারা বিষয়টি দেখছে। দেশটির দাবি, সংঘর্ষের সময় ফিলিস্তিনিদের পক্ষ থেকে তাদের সেনাদের দিকে পাথর ছুড়ে মারা যায়। এতে দুজন গুরুতর আহত হন।

শুক্রবার শত শত ফিলিস্তিনি বেইতায় বিক্ষোভের জন্য জড়ো হন। গত কয়েক মাসের মধ্যে ওই এলাকা সবচেয়ে উত্তপ্ত হয়ে উঠেছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ওই কিশোরের জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নিয়েছেন। তার মরদেহ নিয়েও বিক্ষোভ করতে দেখা গেছে।

ফিলিস্তিনের বেইতা অঞ্চলে দখলদার ইসরায়েল অবৈধভাবে বসতি স্থাপন করছে বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদেই সেখানে বিক্ষোভ করে আসছেন ফিলিস্তিনিরা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ