শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


৪৫ অভিবাসনপ্রত্যাশী নিয়ে তুরস্ক উপকূলে নৌকাডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের দক্ষিণ উপকূলে ৪৫ আরোহী নিয়ে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। সেখান থেকে এপর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আটজন। তুর্কি নৌবাহিনী জাহাজ ও উড়োজাহাজ দিয়ে ওই এলাকায় অনুসন্ধান অব্যাহত রেখেছে। শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে তুর্কি মন্ত্রণালয় বলেছে, তারা বৃহস্পতিবার রাতে খবর পায়, কাস শহর থেকে ১৬১ মাইল দক্ষিণপশ্চিমে একটি নৌকা ডুবতে বসেছে।

বিবৃতিতে বলা হয়, ডুবে যাওয়া অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকা থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি আটজনের খোঁজে অভিযান চলছে।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক, তা নিশ্চিত করেনি তুর্কি কর্তৃপক্ষ।

ওই এলাকায় অনুসন্ধান চালাতে নৌবাহিনীর দুটি ফ্রিগেট পাঠানো হয়েছে। বিরূপ আবহাওয়া সত্ত্বেও তাদের সঙ্গে কাজ করছে একটি নেভি প্লেন।

সূত্র: রয়টার্স

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ