শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


হজে অংশগ্রহণকারীদের কতজন সৌদি নাগরিক ও কতজন বিদেশী ছিলেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 নুরুদ্দীন তাসলিম।।

১৪৪২ হিজরীতে হজ আদায়কারিদের কতজন সৌদি আরবের নাগরিক ও কতজন দেশটিতে বসবাসকারী অন্য দেশের প্রবাসী এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে সৌদি রয়্যাল অথরিটি ও হজ মন্ত্রণালয়।

সৌদি হজ মন্ত্রণালয় ও রয়্যাল অথরিটির সমন্বয়ে গঠিত রিপোর্টে বলা হয়েছে, সব মিলিয়ে এবছর ৫৮হাজার ৫১৮ জন হজ করার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন।

রিপোর্টে আরো জানানো হয়েছে, চলতি হজ মৌসুমে ২৫ হাজার ৭০২ জন নারী ও ৩২ হাজার ৮১৬ জন পুরুষ হজ পালন করেছেন।

রিপোর্ট অনুযায়ী, ৩৩ হাজার সৌদি নাগরিক হজ আদায় করেছেন যাদের মধ্যে ১৬ হাজার নারী ও ১৬ হাজার ৭৫৩ জন পুরুষ ছিলেন। এছাড়া বাকি ২৫ হাজার সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসী ছিলেন।

এবছর হাজীদেরকে চারটি কাফেলায় ভাগ করা হয়েছিল। প্রত্যেক কাফেলাকে ভিন্ন ভিন্ন ৪ রঙ্গের কার্ড দেওয়া হয়েছিল। লাল রংয়ের কার্ড দেওয়া হয়েছিল ১৬ হাজার৯০০ হাজীকে। সবুজ কার্ড দেওয়া হয়েছিল ২০ হাজার হাজীকে, নীল রঙ্গের কার্ড দেওয়া হয়েছিল ১২ হাজার ৫৭৬ জন হাজীকে। এছাড়া হলুদ কার্ড দেওয়া হয়েছিল ৯ হাজার হাজিকে।

হাজীদের জন্য মোট ২১৩ টি তাবু স্থাপন করা হয়েছে। যার মধ্যে মিনা এবং আরাফার ময়দানে ৭১ টি, মুজদালিফায় ৭১ টি এবং মিনা টাওয়ারে ৮৪৮ টি কামরা বরাদ্দ করা হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ