নুরুদ্দীন তাসলিম।।
আজ শুক্রবার সৌদি আরবে আইয়ামে তাশরীকের তৃতীয় ও হজের ষষ্ঠ দিন। আজ হাজিরা ৩ জামারাতে কংকর নিক্ষেপ করছেন। এরপর তারা মক্কা মুকাররমায় পৌঁছে বিদায়ী তাওয়াফ করে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
এর আগে গতকাল হজের পঞ্চম দিন ৫০ শতাংশ হাজি তিন জামারায় কংকর নিক্ষেপ করে মক্কা মুকাররমা পৌঁছে তাওয়াফে বিদা সম্পন্ন করেছেন।
প্রসঙ্গত, প্রায় ৮০ ভাগের বেশি হাজি হজের পঞ্চম দিনই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ষষ্ঠ দিনে হজের আনুষ্ঠানিক কাজ করার ইচ্ছাধীকার থাকে হাজিদের জন্য।
করোনা মহামারীর কারণে হজের পবিত্র স্থানসমূহ স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। হাজিদের কে কঠোর ব্যবস্থাপনার মাধ্যমে মিনা থেকে মক্কা মুকাররমায় পৌঁছে দেয়া হচ্ছে।
এ বছর ৬০ হাজার হাজিকে হজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল। যাদের মধ্যে সৌদি নাগরিক ও সৌদিতে বসবাসরত প্রবাসীরাও রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সৌদি স্বাস্থ্যমন্ত্রী ড.তৌফিক রুবায়েহ বলেছেন, এ বছর হজের মৌসুমে সব ধরনের মেডিকেল কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। হজে অংশগ্রহণকারীরা করোনাভাইরাস ও অন্যান্য রোগবালাই থেকে মুক্ত রয়েছেন।
বছরের হজের মৌসুমে করোনাভাইরাস-এর বিস্তার এড়াতে হাজীদের নিরাপত্তা নিশ্চিনেত সৌদি আরবের প্রচেষ্টার প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এনটি