জুলফিকার জাহিদ।।
পাকিস্তানের প্রবীণ সাংবাদিক ও সাবেক ফেডারেল মন্ত্রী আরিফ নিজামী মারা গেছেন।
আরিফ নিজামী দেশটির ইংলিশ পত্রিকা পাকিস্তান টুডের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নয়া ওয়াক্ত পত্রিকা গ্রুপের প্রতিষ্ঠাতা হামিদ নিজামীর ছেলে ছিলেন।
আরিফ নিজামী গত দুই সপ্তাহ ধরে লাহোরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই। গতকাল (২১ জুলাই) বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরিফ নিজামীর ভাগ্নে বাবর নিজামী প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
আরিফ নিজামীকে দেশটির অন্যতম শীর্ষ সাংবাদিকদের মধ্যে গণ্য করা হয়। তিনি ২০১৩ সালে তত্ত্বাবধায়ক ফেডারেল তথ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন।
পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খানসহ আরো অনেকে তার ইন্তেকালে শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
সূত্র: জিও নিউজ
এনটি