রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

হাইয়ার ফলাফল প্রকাশে চূড়ান্ত মিটিং চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটি ও স্থায়ী কমিটির যৌথ উদ্যোগে বৈঠক শুরু হয়েছে।

আজ রোববার (১৮ জুলাই) সংস্থাটির কেন্দ্রীয় অফিস রাজধানীর আরামবাগে সকাল দশটায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর (ভারপ্রাপ্ত) সভাপতি ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

উপস্থিত আছেন হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা মুফতি রুহুল আমিন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা নূরুল আমিন ফরিদাবাদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুফতি জসীমুদ্দীন, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) প্রমূখ।

Open Photo

হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটির সদস্যের মধ্যে উপস্থিত আছেন, মাওলানা মুহাম্মদ যুবায়ের, মাওলানা আমিনুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুফতী নাসীরুদ্দীন, মাওলানা মুফতি আহমদ আলী, মুফতী নূরুল ইসলাম, মুফতী ওবায়দুল্লাহ হামজা, মুহিব্বুলহ হক, মুফতি এনামুল হক, মুফতি এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা মুহা. অছিউর রহমান প্রমূখ।

অফিস সূত্রে জানা গেছে, চলমান বৈঠকে সভাপতির অনুমোদক্রমে গতবছরের তাকমিল পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। এরপর দুপুর ১২ টা ৩০ মিনিটে সংস্থাটির ওয়েবসাইটে ফলাফল উন্মুক্ত করা হবে। পরীক্ষার্থীরা হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইটে (ওয়েবসাইট লিঙ্ক) রোল নং দিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন।

এছাড়া আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর ভেরিফাইড ফেসবুক পেজেও ফলাফল লিঙ্ক দেওয়া থাকবে বলে জানিয়েছেন অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ