আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়ায় বেসামরিক যাত্রীবাহী একটি বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। ১৭ আরোহী নিয়ে বিমানটি সাইবেরিয়ার টমস্ক প্রদেশের কেদরভি শহর থেকে প্রাদেশিক রাজধানী টমস্কে যাচ্ছিল।
শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে জানানো হয়, আঞ্চলিক সাইবেরিয়ান লাইট অ্যাভিয়েশন এয়ারলাইন্সের অ্যানটোনভ অ্যান- টুয়েন্টি এইট বিমানটি টমস্কে অবতরণ করতে যাচ্ছিল।
নিখোঁজ বিমানটি খুঁজে পেতে ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
এর আগে গত ৬ জুলাই রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কামচাটকা প্রদেশে একই ধরনের একটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানটির ২৮ আরোহীর সবাই নিহত হয়েছিল।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
এনটি