মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের খাতা নজরে সানীর (পুন: দেখা) ফলাফল প্রকাশিত হয়েছে। এর আগে আবেদনকারী পরীক্ষার্থীদের খাতার নজরে সানীর কাজ সমাপ্ত হয়েছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বোর্ডটি।
আজ বুধবার (১৪ জুলাই) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ডটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানাে যাচ্ছে যে, ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থীদের খাতা নজরে সানীর (পুন: দেখা) কাজ সমাপ্ত হয়েছে। নজরে সানীর ফলাফল বেফাকের ওয়েব সাইট (wifaqresult.com) থেকে সংগ্রহ করা যাবে। সুতরাং যারা নজরে সানীর আবেদন করেছেন তাদেরকে বেফাকের ওয়েব সাইট থেকে ফলাফল সংগ্রহ করার অনুরােধ জানাচ্ছি।’
এমডব্লিউ/