শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৯২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের ইমাম আল-হুসেইন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করোনা আক্রান্ত রোগীসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯২ জনে। আগুনের ভয়াবহতায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি'র।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আল-হুসেইন হাসপাতালে ত্রুটিযুক্ত তার থেকে স্পার্কস হলে তা একটি অক্সিজেন ট্যাঙ্কে ছড়িয়ে পড়ে এবং আগুনের সূত্রপাত ঘটে। এরপরই এটি বিস্ফোরিত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি ঘটনাস্থল পরিদর্শন করতে নাসিরিয়া ছুটে গেছেন এবং সেখানে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সে সময় তিনি হাসপাতালের প্রধানকে গ্রেফতার করতে নির্দেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ