আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তোলার সময় বজ্রপাতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে কেবল রাজস্থান আর উত্তরপ্রদেশে মারা গেছে কমপক্ষে ৩৭ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও এই সময়ের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
রাজস্থানেও ওয়াচ টাওয়ারে বজ্রপাত
রাজস্থানের জয়পুরের কাছে আমের প্যালেসের ওয়াচ টাওয়ারে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়। টাওয়ারে ওই সময় তারা সেলফি তুলছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।
বজ্রপাতের সময় টাওয়ার ও দুর্গের দেয়ালে ২৭ জন ছিলেন। বজ্রপাত হলে ভয়ে তাদের কয়েকজন লাফিয়ে নিচে পড়ে আহত হন।
আমের ছাড়াও রাজ্যে বজ্রপাতে আরও নয়জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে সাতজন শিশু বলে জানা গেছে।
উত্তরপ্রদেশে বজ্রপাতের দাপট
উত্তরপ্রদেশের শিকোহাবাদের নাগলা উমর গ্রামে দু’জন কৃষক বজ্রপাতে মারা গেছেন। একটি নিমগাছের নিলে সরাসরি নিম গাছে বাজ পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর একটি গ্রামেও অমর সিং নামে এক কৃষকের মৃত্যু হয়।
এছাড়া প্রয়াগরাজে বজ্রপাতের দাপটে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এই সময়।
এনটি