জুলফিকার জাহিদ।।
ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য ফ্যানদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন পাকিস্তান শোবিজ জগতের সাবেক অভিনেত্রী নুর বোখারী।
কিছুদিন আগে নুর বোখারী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ফ্যানদের জন্য একটি প্রশ্ন উত্তর পর্ব রেখেছিলেন। সেখানে ফ্যানরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং অনেক পরামর্শ চান।
প্রশ্নোত্তর পর্বে একজন তাকে জিজ্ঞাসা করেন, যখন আপনি ডিপ্রেশনে যান তখন ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করেন?
ফ্যানের এই প্রশ্নের উত্তরে সাবেক এই শোবিজ তারকা বলেন, যখন আমি ডিপ্রেশনে যাই তখন কারী আব্দুল বাসেত এর তেলাওয়াত করা সূরা আর রহমান শুনি।
তিনি আরো বলেন, আমি সকাল, দুপুর, সন্ধ্যা তিনবেলা সূরা আর রহমান-এর তেলাওয়াত শুনি , এই তেলাওয়াত আমাকে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে সাহায্য করে।
প্রসঙ্গত, ধর্মীয় অনুশাসন মেনে জীবন যাপন করতে শোবিজ জগতকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের এই অভিনেত্রী।
এর আগে আরো একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব সম্পর্কে তিনি বলেছিলেন, হিজাব শুধুমাত্র একটি আবরণ নয়; বরং তা জান্নাতের চাবি। এ মন্তব্যের পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি ফ্যানদের মাঝে।
সূত্র: ডেইলি জং
এনটি