আন্তর্জাতিক ডেস্ক: সুদানের গুরুত্বপূর্ণ রেড সী বন্দর নগরীতে বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছে। রবিবার চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
পোর্ট সুদানের একটি ব্যস্ত ক্রীড়া ক্লাবে শনিবার রাতে এ বিস্ফোরণ ঘটায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সুদান চিকিৎসক কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘আল-আমিন ক্লাবে বোমা বিস্ফোরণে চারজন প্রাণ হারিয়েছে।’
এতে আরও বলা হয়, সেখানে বন্দুক হামলা বা ছুরিকাঘাতে আরও তিনজন আহত হয়েছে।
এদিকে বিস্তারিত উল্লেখ না করে ওই কমিটি আরও জানায়, ‘এ বন্দর নগরীর একটি হোটেল লক্ষ্য করে আরেকটি হামলা চালানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।’
পোর্ট সুদানে সাম্প্রতিক সময়ে উত্তেজনা অনেক বেড়েছে। এতে সেখানে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে।
চিকিৎসক কমিটি শনিবারের ঘটনার জন্য ‘উপজাতি দ্বন্দ্বকে’ দায়ী করেছে। নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
এনটি