আওয়ার ইসলাম ডেস্ক: হোয়াইট হাউস জানায়, জো বাইডেন বাংলাদেশের জন্য পিটার ডি. হাস, ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান এবং মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারকে মনোনীত করেছেন।
হোয়াইট হাউস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পিটার ডি হাস বর্তমানে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও ৫টি মিশনে কনস্যুলেট জেনারেল হিসেবে কাজ করেছেন।
হাশ জার্মানির ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজে বিএ করেছেন। তিনি মার্শাল স্কলার হিসেবে লন্ডন স্কুল অফ ইকোনমিকসে পড়াশোনা করেছেন। সেখানে তিনি এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।
তিনি জেমস ক্লিমেন্ট ডান অ্যাওয়ার্ড এবং যুক্তরাষ্ট্রের সিনিয়র অফিসারদের হিসেবে অর্থনৈতিক সাফল্যের জন্য কর্ডেল হাল পুরস্কার পান। মাতৃভাষা ইংরেজির পাশাপাশি তিনি ফরাসি এবং জার্মান ভাষায় সমানভাবে দক্ষ।
এদিকে জো বাইডেনের এই রাষ্ট্রদূতদের মনোনয়ন মার্কিন সিনেট চূড়ান্ত করবে। মনোনয়ন চূড়ান্ত হলে বর্তমানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন পিটার ডি হাস। সূত্র: হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইট
-এটি