আওয়ার ইসলাম ডেস্ক: ইউরোপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দেশ সুইডেনে ৯ আরোহী নিয়ে বিধ্বস্ত ছোট বিমানের সকল যাত্রীই মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
স্কাইডাইভিংয়ের কাজে ব্যবহৃত ডিএইচসি-২ মডেলের বিমানটি রাজধানী স্টকহোম থেকে ১০০ মাইল দূরে বৃহস্পতিবার (৮ জুলাই) বিধ্বস্ত হয়েছিল।
ছোট ওই বিমানে আট জন স্কাইডাইভার ও পাইলটসহ মোট নয় জন আরোহী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওরেব্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হলে তাতে আগুন ধরে যায়।
প্রাথমিকভাবে পুলিশ ‘একাধিক’ মানুষ মারা গেছে জানিয়ে বলেছিল, মারাত্মক আহত এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবারে পুলিশ বিমানটির সব আরোহীর মৃত্যুর খবর জানাল।
স্থানীয় একটি স্কাইডাইভিং ক্লাব এক সপ্তাহের জন্য বিমানটি ভাড়া নিয়েছিল। সাধারণত সপ্তাহজুড়ে স্কাইডাইভিংয়ের ঘটনা ঘটে না। দেশটির কর্তৃপক্ষ একে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে অভিহিত করেছে।
এমডব্লিউ/