আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সেনাবাহিনী ইয়েমেনে গোপন অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে অনুসন্ধানী ওয়েবসাইট ডিক্লাসিফিইড। ইয়েমেনে অবস্থানরত ব্রিটিশ সেনারা সৌদি সেনাবাহিনীকেও বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে বলে জানায় ওয়েবসাইটটি।
ব্রিটিশ সেনারা ইয়েমেনের পূর্বাঞ্চলীয় আল-মাহরা প্রদেশের আল-ঘায়দা বিমানবন্দরে ঘাঁটি করে অবস্থান করছে বলে দেশটির বিভিন্ন সামরিক কর্মকর্তারা বলেছেন। ব্রিটিশ সেনারা সেখানে কয়েক মাস ধরে অবস্থান করছেন।
গত বছর এ বিমান বন্দরের বিষয়ে হিউম্যান রাইট ওয়াচ দাবি করেছে, সৌদি আরব ইয়েমেনের এ বিমান বন্দরটিকে আটক ও জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করেছে।
সৌদি সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট এক স্থানীয় সাংবাদিক বলেছেন, এ বছর থেকে ব্রিটিশ সেনাদের এ ইয়েমেনি বিমান বন্দরে দেখা গেছে। একটি বিশেষ লক্ষ্য নিয়ে ব্রিটিশ সেনারা এখানে আছে। তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
সূত্র: মিডলইস্ট মনিটর
এনটি