শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাদরাসা খোলা-হেফাজত নেতাদের গ্রেপ্তার বিষয়ে আল্লামা বাবুনগরীকে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে বৈঠ‌ক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব‌লে‌ছেন, লকডাউ‌নে বন্ধ থাকা মাদ্রাসা খু‌লে দি‌তে এবং মাদ্রাসা ছাত্র-শিক্ষক‌দের গ্রেপ্তার না করতে সরকা‌রের কাছে অনু‌রোধ জানিয়েছেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আল্লামা বাবুনগরীকে বলা হ‌য়ে‌ছে, ক‌রোনা প‌রি‌স্থি‌তি পর্যা‌লোচনা ক‌রে মাদ্রাসা খোলার বিষ‌য়ে সিদ্ধান্ত নে‌বে সরকার। আর নি‌র্দোষ কাউকে গ্রেপ্তার করা হ‌বে না।

সোমবার রাত ১১টার দিকে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এর আগে রাত পৌ‌নে ৯ টায় মন্ত্রীর ধানম‌ন্ডির বাসায় যান হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। সংগঠন‌টির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী এ সময় তার স‌ঙ্গে ছি‌লেন। রাত ১০টার দি‌কে তারা মন্ত্রীর বাসভবন থে‌কে বে‌র হন।

মন্ত্রীর বাসা থে‌কে গা‌ড়ি‌তে ক‌রে বে‌রি‌য়ে সরাস‌রি খিলগাঁও‌য়ের মাখজানুল উলুম মাদ্রাসায় চ‌লে যান হেফাজত নেতারা।  বৈঠক বিষয়ে কোন কথা ব‌লেন‌নি হেফাজ‌তের কো‌নো নেতাই।

সোমবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। এরপর বারডেম হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ