শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

১০০ দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে সংক্রমণের সুনামি বইয়ে দেয়া করোনার ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ বাংলাদেশসহ কমপক্ষে ১০০ দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএউচও) সংক্রমণের সাপ্তাহিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, গত ২৯ জুন পর্যন্ত ৯৬টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সিকোয়েন্সিং ব্যবস্থার সীমাবদ্ধতার জন্য অনেক দেশেই এটি শনাক্ত করা সম্ভব হয়নি হয়তো।

ভ্যারিয়েন্টটি শনাক্ত হওয়া দেশগুলোতে নতুন করে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে জানিয়ে ডব্লিউএউচও বলছে, এসব দেশে আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধির পাশাপাশি হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে।

অতিমাত্রায় ও দ্রুত সংক্রমিত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করবে। বৈশিষ্ট্যের কারণে এটি অন্য সব ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাবে, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

এটিসহ করোনার উদ্বেগজনক ভ্যারিয়েন্টগুলোর (ভিওসি) সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদারের তাগিদ দিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে স্বল্পহারে টিকা দিয়ে এর প্রকোপ ঠেকাতে গেলে অনেক সময় লেগে যাবে বলেও সতর্ক করা হয়।

ডব্লিউএইচওর তথ্যমতে, করোনার যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্ট ১৭২ দেশে, দক্ষিণ আফ্রিকার বেটা ভ্যারিয়েন্ট ১২০ দেশে এবং ব্রাজিলের গামা ভ্যারিয়েন্ট ৭২ দেশে ছড়িয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের ৬৪টি জেলার ৪০টিই করোনা সংক্রমণের ‘অতি উচ্চ ঝুঁকি’তে রয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে রোগী শনাক্তের হার ১১৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা দেশটিতে সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ