আন্তর্জাতিক ডেস্ক: হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে গোলাগুলির ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।
গতকাল বুধবার স্থানীয় সময় রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে।
হাইতির সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের ছবি ভেসে বেড়াচ্ছে। তারমধ্যে একটি ছবিতে সাংবাদিক দিয়েগো চার্লসের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া দেশটির জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যান্তয়িনেত্তে ডুক্লেয়ারের মরদেহ তার গাড়িতে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ।
ঘটনার নিন্দা জানিয়ে কমিটি অব প্রটেক্ট জার্নালিস্ট-সিপিজে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। গত কয়েক মাস ধরেই হাইতির রাজধানীতে বিভিন্ন অপরাধ চক্রগুলো সহিংস হয়ে উঠেছে। কয়েক হাজার পরিবার ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
-এটি