শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

সুন্দরবনে আগামী দুই মাস সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুন্দরবনের নদ-নদী ও খালে আগামী দুই মাসে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে বন বিভাগ। মাছের প্রজনন মৌসুমে কারণে ১ জুলাই ভোর থেকে ৩১ আগস্ট মধ্যে রাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রাতে জানান, সুন্দরবন হচ্ছে মিঠা ও লবণ পানি প্রজাতির মাছের বিশাল ভাণ্ডার। সুন্দরবনের এই মাছের ভাণ্ডার রক্ষায় ৩ টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডের নদ-নদী ও খালে সারা বছরের মাছ আহরণ নিষিদ্ধ থাকে। গত দুই বছর ধরে বন বিভাগ ওয়ার্ড হ্যারিটেজ সাইডের বাহিরে থাকা আবশিষ্ট বনভূমির বিশাল জলভাগের সব নদ-নদী খালে ১ জুলাই ভোর থেকে ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা করেছে।

মূলত জুলাই-আগস্ট মাস হচ্ছে সুন্দরবনের মিঠা ও লবণ পানি প্রজাতির মাছের প্রজনন মৌসুম। সুন্দরবনে ৩০০ প্রজাতি মাছ রয়েছে। সুন্দরবনের বিশাল এই মাছের ভান্ডার সমৃদ্ধ করাসহ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে বন বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে সুন্দরবনের বাংলাদেশ অংশে ১ জুলাই ভোর থেকে ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত সব ধরনের আহরণ বন্ধ করা হয়েছে।

বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করতে ইতিমধ্যেই মাছ আহরণের সব অনুমতিপত্র (পাশ-পারমিট) বন্ধ করা হয়েছে। কেউ যাতে চোরাপথে সুন্দরবনে ঢুকে মাছসহ জীববৈচিত্র্য কোন ক্ষতি করতে না পারে সেজন্য স্মার্ট প্রেট্রোলিংসহ সব ধরনের নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান এই শীর্ষ বন কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ