আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশকে অতিরিক্ত ব্যয়ভার বহনের জন্য ৯ দশমিক ৮ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ৯০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ায় কমিউনিটিভিত্তিক ব্যবস্থা আরও জোরদার করতে এ সহায়তা দিচ্ছে দেশটি।
দেশটির এক বিবৃতিতে বলা হয়, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়নসহযোগীদের নিয়ে এবং বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সহযোগিতায় সুইজারল্যান্ড কাজ করে যাবে।
সেই সাথে বাংলাদেশের জনগণকে অতিমারির বিস্তার রোধে সহায়তা এবং আর্থসামাজিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে এই অতিরিক্ত তহবিল ব্যয় করা হবে।
গত বছরের এপ্রিলে এই অতিমারির প্রাদুর্ভাবের পর থেকে প্রান্তিক জনগোষ্ঠী এবং সম্মুখসারির সংস্থাগুলোকে সহায়তা করার জন্য সুইজারল্যান্ড বাংলাদেশজুড়ে ২০টি প্রকল্পে ১৭ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ১৬০ কোটি টাকা) অর্থসহায়তা প্রদান করেছে
এই কার্যক্রমগুলো অতিমারির নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে সময়োচিত প্রতিকার প্রদানে কার্যকর ভূমিকা রেখেছে।
এমডব্লিউ/