শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ফ্লোরিডায় ভবন ধসে মৃত্যু বেড়ে ১৮, এখনও নিখোঁজ ১৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বহুতল একটি ভবন ধসে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮-তে দাঁড়িয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৪৭ জন। ধসে যাওয়া এ ভবনটির নাম ‘চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ’। এটি মায়ামি বিচ সংলগ্ন সমুদ্রমুখি স্থানে অবস্থিত।

মায়ামি এলাকায় সার্ফসাইড শহরের ১২তলা ভবনটির ধ্বংসস্তূপের মধ্যে আগের ২৪ ঘণ্টায় আরও ছয়টি মৃতদেহ পাওয়া গেছে। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে গত বুধবার কর্মকর্তারা জানিয়েছেন।

ভবনটি ধসের পর কংক্রিট, কাঠ ও স্টিলের ধ্বংসস্তূপের ভেতর থেকে এ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।

এক সংবাদ সম্মেলনে মায়ামি-ডেইড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৪৭ জন নিখোঁজ রয়েছেন আর তারা চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথের ধ্বংসাবশেষে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যে ১৮ জন মারা গেছেন তাদের মধ্যে ১০ ও চার বছর বয়সী দুটি শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি। কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনও জীবিতদের খুঁজে পাওয়ার আশা করছেন।

প্রায় ২০০ বিশেষজ্ঞ তল্লাশি ও উদ্ধারকর্মী এ কাজে অংশ নিচ্ছে। তারা ১২ ঘণ্টার শিফটে ভাগ হয়ে রাত-দিন কাজ করে চলছেন। দমকল কর্মী, পুলিশ, প্রকৌশলী, পরিবেশ সুরক্ষা বিশেষজ্ঞসহ কয়েকশত লোক তাদের সহায়তা করছেন। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দুটি দলও উদ্ধারকাজে অংশ নিচ্ছে।

গত বৃহস্পতিবার প্রথম প্রহরে সুউচ্চ ভবনটির বিশাল একটি অংশ ধসে পড়ে। ওই সময় ভবনটির ১৫৬ ইউনিটের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। তদন্তকারীরা ৪০ বছরের পুরনো এই ভবনটির ওই অংশটি ধসে পড়ার কারণ এখনও নির্ণয় করতে পারেননি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ