আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আক্রান্ত ও মৃ্ত্যুর হারে গত সপ্তাহে শীর্ষে ছিল ঢাকা বিভাগ। তখন শনাক্তের হার ছিল ১১৪ দশমিক ৪ শতাংশ। ওই সময় ৪ নম্বরে ছিল বরিশাল। সেখান থেকে ৭ দিনের ব্যবধানে এক লাফে শীর্ষস্থানে চলে এসেছে বিভাগটি। এ বিভাগে করোনা শনাক্তের হার পৌঁছেছে ১১৮ দশমিক ৩ শতাংশে।
আজ বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএউচও) সংক্রমণের ২৫তম সপ্তাহের (২১-২৮ জুন) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, এই সময়ে বরিশালে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৭৩৮ জন। এই সংখ্যাটা তার আগের সপ্তাহে ছিল ৩৩৮ জন।
শেষ সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমেছে ঢাকা বিভাগ, ৭৬ দশমিক ৯ শতাংশ। এ বিভাগে ১৪ হাজার ৫৩৫ জন শনাক্ত হয়েছে, যা আগের একই সময়ে ছিল ৮ হাজার ২১৫ জন। তৃতীয় স্থানে থাকা ময়মনসিংহে করোনা শনাক্তের হার বেড়েছে ৭১ দশমিক ৬ শতাংশ। এ বিভাগে এক সপ্তাহে ১ হাজার ৮৬ জন পজেটিভ এসেছে, যা গত সপ্তাহে ছিল ৬৩৩ জন।
আগের সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা রংপুর ৭ দিনের ব্যবধানে নেমেছে চতুর্থ স্থানে, ৬৭ দশমিক ৮ শতাংশ। বিভাগটিতে শনাক্তের সংখ্যা গত সপ্তাহে ছিল ২ হাজার ৬৮২, এটি আগের সপ্তাহে ছিল ১ হাজার ৫৯৮ জনে।
চট্টগ্রামে শনাক্তের হার গত ৭ দিনে বেড়েছে ৪০ দশমিক ৭ শতাংশ। এ বিভাগে এক সপ্তাহে রোগীর সংখ্যা ৪ হাজার ১২৭ জন, গত সপ্তাহে যা ছিল ২ হাজার ৯৩৩ জন। প্রতিবেদনে ষষ্ঠ স্থানে থাকা সিলেট বিভাগে আক্রান্ত বেড়েছে ৩৩ দশমিক ৫ শতাংশ, যা সংখ্যায় দাঁড়িয়েছে ৮১৩ জন। এক সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল ৬০৯ জন।
এ ছাড়া খুলনা বিভাগে শনাক্তের হার বেড়ে ৩১ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। ৭ দিনে শনাক্তের সংখ্যা ৭ হাজার ১৩৫ জন, যা আগে ছিল ৫ হাজার ৪১৮ জন। সবশেষে থাকা রাজশাহীতে করোনা পজেটিভ রোগী বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ। এ বিভাগে ৫ হাজার ২ জন থেকে গত সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা ৫ হাজার ৬২২ জনে পৌঁছেছে।
-এটি