আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতিতেও সিলেট হযরত শাহজালাল (রহ.)-এর ৭০২তম বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে গিলাফ চড়ানো হয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে খতমে কোরআনসহ সীমিত পরিসনের জিকির-আসকারের ব্যবস্থা করা হয়।
মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ্ আল আমান জানান, রীতি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় মাজারে গিলাফ চড়ানো হয়। এসময় মাজার সংশ্লিষ্ট কয়েকজন উপস্থিত ছিলেন।
করোনা সংক্রমণ বিবেচনায় এবার আগেই সংবাদ সম্মেলন করে ওরসে ভক্ত আশেকানদের আসতে বারণ করা হয়েছিল। যে কারণে ওরসে কোন জনসমাগম হয়নি।
এনটি