আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রসিদ্ধ আলেমে, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের শুরা সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি ও বিন্নুরী টাউন মাদরাসার মুহতামিম হজরত মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দারের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব (ভারপ্রাপ্ত) মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
আজ বুধবার (৩০ জুন) এক বার্তায় তারা বলেন, ড. ইসকান্দার এর ইন্তেকালে মুসলিম বিশ্ব একজন রাহবারকে হারালো। তার মৃত্যতে মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি ইসলামী দুনিয়ার একজন বরেণ্য ইসলামী স্কলার ছিলেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি কুরআন হাদীসের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।
তারা বলেন, তিনি ইসলামী শিক্ষা প্রশারের পাশাপাশি উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। আকিদায়ে খতমে নবুওয়াতের সংরক্ষণ এবং মিথ্যা নুবওয়াতের দাবীদার কাদিয়ানী সম্প্রদায়ের ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলিম উম্মাহ কে সচেতন করার লক্ষে আলমী মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের আমিরের দায়িত্ব পালন করেন।
এর আগে আজ দুপুরে পাকিস্তানের প্রসিদ্ধ আলেমেদীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি ও বিনুরী টাউন মাদরাসার মুহতামিম মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবার ও ভক্ত অনুরক্তদের সমবেদনাা জ্ঞাপন করেন।
এমডব্লিউ/