মোস্তফা ওয়াদুদ: এখন আমাদের দেশে পুরুষ মাদরাসার পাশাপাশি অসংখ্য মহিলা মাদরাসা গড়ে ওঠেছে। এসব মাদরাসায় পর্দার আড়াল থেকে কখনো কখনো নন-মাহরাম পুরুষরা পড়িয়ে থাকেন। প্রশ্ন হলো, একজন নন-মাহরাম পুরুষ কি যুবতী নারীদের পড়াতে পারেন?
এমন প্রশ্নের জবাবে দেওবন্দ থেকে বলা হয়, সতর্কতা হলো নারীদের পড়ানোর জন্য অন্য দীনদার নারী নির্বাচন করা।
তবে যদি নারীদের পড়ানোর জন্য কোনো দীনদার নারীর ব্যবস্থা না করা যায়, তাহলে পুরুষদের জন্য ঐ শর্তে পড়ানোর সুযোগ রয়েছে, যে তাদের মাঝখানে পর্দা বা অন্য কোনো বস্তুর মাধ্যমে রুকাউট (বাধা) করে নিতে হবে। আর (শিক্ষক ও ছাত্রীদের) তাদের মাঝে এমন কোনো আচরণ বা কথাবার্তা না পাওয়া যেতে হবে, যার মাধ্যমে ফেতনার কারণ বা আশঙ্কা তৈরি করে। আল্লাহ তাআলা ভাল জানেন।
দলীল: ফতোয়ায়ে শামী, খণ্ড নং-৯, পৃষ্ঠা নং-৫৩০ মাকতাবায়ে জাকারিয়া দেওবন্দ)।
এমডব্লিউ/