আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী যুব খেলাফত বাংলাদেশের ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (৩০ জুন) বেলা ১১টায় লালবাগস্থ কার্যালয়ে ইসলামী যুব খেলাফত বাংলাদেশ আয়োজিত এক সভায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মুফতী জুনায়েদ গুলজারকে আহবায়ক, মুফতী হেদায়েতুল্লাহ গাজী সদস্যসচিব করা হয়।
সভায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, দেশজুড়ে এক আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। অনেক নিরীহ আলেম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটাচ্ছেন।
তিনি বলেন, দেশজুড়ে নিরপরাধ আলেমদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের অবহিত করুন। তবুও মাদরাসায় পুলিশ, র্যাব ও ডিবিসহ বিভিন্ন বাহিনী পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করবেন না।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কওমী মাদরাসাসমূহ বন্ধ রয়েছে। এতে আলেম-উলামা ও শিক্ষার্থীরা নানা সংকটে আছেন। আমাদের দাবি, চলমান লকডাউন শেষে করোনা পরিস্থিতি কিছু স্বাভাবিক হলে সকল কওমী মাদরাসা খুলে দিতে হবে।
ইসলামী যুব খেলাফতের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল কাইয়্যূমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেক্রেটারী মুফতী জুনায়েদ গুলজারের পরিচালনায় সভায় বক্তব্য আরো রাখেন- ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা আলতাফ হোসাইন, কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী যুব খেলাফত নেতা মাওলানা কাজী আজিজুল হক, মুফতী মীর হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা জাহিদ আলম, মুফতী তাসলীম আহমদ, মাওলানা আনোয়ারুল হক, মুফতী আনিসুর রহমান, মাওলানা মো. জুবায়ের, মাওলানা শাসমুল হক উসমানী, মাওলানা রহমতুল্লাহ বুখারী, মাওলানা ওয়াসেক বিল্লাহ, মুফতী আজহারুল ইসলাম, মাওলানা আরিফুর রহমান, মাওলানা মো. ইসমাইল, মাওলানা আলী হোসাইন, মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শাহ্ জালাল, মাওলানা আবু সাঈদ, ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি আবুল হাশিম, কেন্দ্রীয় নেতা হোসাইন আহমদ, মুশফিকুর রহমান ইনসাফী প্রমুখ।
সভা শেষে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, মহাসচিবসহ শীর্ষ নেতৃবৃন্দ যুব খেলাফতের নতুন আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে লালবাগ শাহী মসজিদের পার্শ্বে মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর কবর জিয়ারত করেন।
এমডব্লিউ/