আওয়ার ইসলাম ডেস্ক: মগবাজারে বিস্ফোরণস্থলের পাশের আরেকটি দোতলা ভবন হেলে পড়েছে। হেলে পড়া ভবনটিকে বিপদজনক ঘোষণা করে ভেতর থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্ফোরণস্থলের পূর্ব পাশের দোতলা ভবনটি হেলে পড়েছে বলে জানিয়েছে কারিগরি কমিটি। চোখে দেখেও বোঝা যায় ভবনটি একটি বিদ্যুতের পিলারের উপর হেলে রয়েছে। ভবনটিকে বিপদজনক ঘোষণা করে ভেতর থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।
তিনি জানিয়েছেন, বিকেলের মধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা ভবনটিকে ঘিরে ভ্রাম্যমাণ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে। একই সঙ্গে বিপদজনক ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হবে।
কারিগরি কমিটির প্রতিবেদন অনুযায়ী, এর মালিককে ভবনটি ভেঙে ফেলতে বলা হবে।
বিস্ফোরণে হতাহতের ঘটনায় ‘অবহেলার’ অভিযোগ এনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে রমনা থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান জানান।
এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মগবাজারের ওয়্যারলেস গেট সংলগ্ন দুর্ঘটনাকবলিত ৩তলা ভবনের ধ্বংসাবশেষ অপসারণ করে ভরবনটির সিকিউরিটি গার্ড মো. হারুনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবারের ভয়াবহ ওই বিস্ফোরণে নিহত বেড়ে আটজন হলো। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। চিকিৎসাধীন আটজনের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
এনটি