আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনাটি মিথেন গ্যাসের উপস্থিতিতেই ঘটেছে বলে ধারণা পুলিশের সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির।
তদন্ত কমিটির প্রধান ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান মঙ্গলবার ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের প্রথম দিনে সাংবাদিকদের এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ‘গ্যাস ডিটেক্টর মেশিন দিয়ে পরীক্ষা করে ঘটনাস্থলের ১২-১৩ শতাংশ মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। মিথেন গ্যাসের উপস্থিতিতেই বিস্ফোরণ ঘটেছে বলে আমাদের ধারণা। তবে, বর্তমানে গ্যাসের উৎপত্তিস্থল খোঁজে রয়েছে পুলিশের গঠিত এই তদন্ত কমিটি। এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।’
গত রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৩৯ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে, ১৭ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, দুজন হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে, তিনজন আদ-দ্বীন হাসপাতালেসহ মোট ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
এনটি