শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাশ্মিরে শিশুদের রক্ষার আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে শিশুদের বিরুদ্ধে গুলি বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গতকাল সোমবার সংস্থাটির নিরাপত্তা পরিষদে এক উন্মুক্ত বিতর্কে জাতিসংঘ প্রধানের পক্ষ থেকে উত্থাপিত প্রতিবেদনে এ আহ্বান জানান তিনি।

‘চিলড্রেন অ্যান্ড আর্মড কনফ্লিক্ট’ শীর্ষক প্রতিবেদনে আরো বলা হয়, যেকোনো উপায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে শিশুদের জড়ানো বন্ধ করতে হবে। তবে শিশু ও নিরাপত্তা বাহিনীকে এক করে দেখার বিষয়টি পরিষ্কার করা হয়নি তাতে।

জম্মু-কাশ্মিরে শিশুদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনে ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেন, সেখানকার শিশুদের রক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি ভারতের প্রতি।

ছাত্র-শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সশস্ত্র সংঘাতের প্রভাবমুক্ত রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, আন্তঃসরকারের প্রতিশ্রুতির প্রিন্সিপাল অনুমোদনে নয়া দিল্লির প্রতি আহ্বান জানাচ্ছি।

শিশুদের আটক এবং নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যান্তোনিও গুতেরেস বলেন, স্কুলে সেনাবাহিনীর অবস্থান, আটক রেখে যেকোনো ধরনের অত্যাচার বন্ধ হওয়া দরকার। ভার্চ্যুয়াল মাধ্যমে হওয়া উচ্চ পর্যায়ের ওই বিতর্কে তিনি বলেন, সামরিক উদ্দেশ্যে স্কুল ও হাসপাতালে অব্যাহতভাবে হামলা, লুট ও ধ্বংস করা হচ্ছে।

পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানায়, জাতিসংঘ প্রধানের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- গত বছর যুদ্ধের ভয়াবহতার শিকার হয় সারা বিশ্বে প্রায় ১৯ হাজার ৩০০টি শিশু। তাদের অধিকাংশই যুদ্ধকবলিত এলাকাগুলোর বাসিন্দা।

যুদ্ধের সময় শিশুদের অধিকারের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, এ ক্ষেত্রে অসচেতন থাকা উচিত নয়। তাদের দুর্ভোগ হতাশাজনক এবং হৃদয় ভেঙে যাওয়ার মতো।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ