শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ১০৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গতকাল (২৭ জুন) দেশবাসী সাক্ষী হয়েছে সর্বোচ্চ (১১৯ জন) মৃত্যুর।

আজ সোমবার আগের সকল রেকর্ড ভেঙেছে শনাক্তের সংখ্যা (৮ হাজার ৩৬৪ জন)। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৮ হাজার ৩৬৪ জনকে। এ নিয়ে শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৯৬ হাজার ৬৭০ জন।

সর্বোচ্চ শনাক্তের দিনে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১০৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন মোট ১৪ হাজার ২৭৬ জন। আজ সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬ হাজার ৭৮৩টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৬ জন নারী। এর মধ্যে ৭ জন বাড়িতে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ