আওয়ার ইসলাম ডেস্ক: নাগরিকদের ছয় মাসের খাবার নিশ্চিত করেই শাটডাউন দেওয়ার পরিকল্পনা করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, ‘লকডাউন শেষে সরকার এখন আবার শাটডাউনের নামে নতুন খেলা শুরু করেছে। জনগণকে অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে সরকার। অথচ দেশের ছয় কোটি মানুষের কর্মসংস্থান নেই। তাই আগে মানুষের ছয় মাসের খাবার নিশ্চিত করেই শাটডাউন দেওয়ার পরিকল্পনা করতে হবে।’
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'ভোটাধিকার ও রাজনৈতিক দলভিত্তিক আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন' শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া প্রসঙ্গে মান্না বলেন, ‘শিক্ষার্থীরা এখন বিপথগামী। তারা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকরা চিন্তিত। অথচ শিক্ষা প্রতিষ্ঠান খোলার নাম নেই। দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার মূলত জাতির পরবর্তী প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের ফলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাই এ মুহূর্তে বলতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। টিকা দেওয়ার ব্যবস্থা করুন ‘
আয়োজক সংগঠনের সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।
-কেএল