আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সিনেটে শুরুতেই হোঁচট খেলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২২ জুন) সিনেটে রিপাবলিকানদের বাধার মুখে আটকে গেল নির্বাচন সংস্কার বিল।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থাকে যুগোপযোগী করতে প্রেসিডেন্ট বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি কংগ্রেসে বিলটি উত্থাপন করে। ১০০ সদস্যের সিনেটে বিলটি পাসে দরকার ছিল ৬০টি ভোট।
কিন্তু বিলটির বিপক্ষে ৫০ জন রিপাবলিকান সিনেটর ভোট দিলে তা আটকে যায়। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ক্যাপিটল হিলে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা। এই পরিপ্রেক্ষিতে ১৯৬৫ সালের ভোটাধিকার আইন সংস্কারের উদ্যোগ নেয় ডেমোক্র্যাটরা।
এমডব্লিউ/