মোস্তফা ওয়াদুদ: মাদরাসার শিশু কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠানের দরিদ্র শিশুদের মাঝে যারা জাকাতের মুসতাহিক বা হকদার। তাদের জাকাত দিয়ে সে টাকা হিলা করার মাধ্যমে বেতন বাবদ ফি আদায় করে শিক্ষকদের বেতন দেয়া যাবে কি?
এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রশ্ন করেন জনৈক ব্যক্তি। প্রশ্নের জবাবে দেওবন্দ থেকে বলা হয়, হ্যাঁ! যারা জাকাত খাওয়ার উপযোগী তাদের দ্বারা জাকাতের টাকা তামলীক বা হিলা করে ফি নেওয়া যাবে। এবং সে ফি দিয়ে শিক্ষকদের বেতনও দেওয়া যাবে। জাকাতের টাকা হিলা করার পর যে কোনো কাজেই তা ব্যবহার করা যাবে।
তবে জাকাতের টাকা অবশ্যই জাকাতের হকদারদের মালিক বানানোর পর তাদের থেকে মাসিক বেতন ফি, অথবা খাবার বাবদ টাকা নিতে হবে। মালিক বানানোর আগে সে টাকা দ্বারা শিক্ষকদের বেতন দিলে তা আদায় হবে না। আল্লাহ তায়ালাই ভালো জানেন।
দেওবন্দের ওয়েবসাইট থেকে অনুবাদ।
এমডব্লিউ/