রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

এলমে হাদীসের কিছু পরিভাষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আব্দুর রহিম: গতকাল এলমে হাদীসের পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে মুহাদ্দিসগণের মত বর্ণনা করা হয়েছে। আজ আলোচনা করা হবে এলমে হাদীসের কিছু পরিভাষা নিয়ে।

الصحابي: যে ব্যক্তি ঈমানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহচর্য লাভ করেছেন বা তাঁকে দেখেছেন ও ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন তাঁকে রাসূলুল্লাহ সা.-এর সাহাবী বলে।
التابعي: যিনি রাসূলুল্লাহ সা.-এর কোন সাহাবীর নিকট হাদীস শিখেছেন অথবা অন্ততপক্ষে তাঁকে দেখেছেন এবং মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাঁকে তাবেঈ’ বলে।
المحدث: যে ব্যাক্তি হাদীস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদীসসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তাঁকে মুহাদ্দিস বলে।
الشيخ: হাদীসের শিক্ষাদানকারী রাবীকে শায়েখ বলে।
الشيخان: সাহাবীগণের মধ্যে আবু বকর ও ওমর রহ.-কে একত্রে শায়খান বলা হয়। কিন্তু হাদীসশাস্ত্রে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহ.-কে শায়খান বলে।

الحافظ: যিনি সনদ ও মতনের বৃত্তান্তসহ এক লাখ হাদীস মুখস্ত করেছেন তাঁকে হাফেয বলে।
الحجة: যিনি তিন লক্ষ হাদীস মুখস্ত করেছেন তাঁকে হুজ্জাত বলে।
الحاكم: যিনি সব হাদীস মুখস্ত করেছেন তাঁকে হাকিম বলে।
الرجال: হাদীসের রাবীর সমষ্টিকে الرجال বলে। যে শাস্ত্রে রাবীগণের জীবনী বর্ণনা করা হয়েছে সে শাস্ত্রকে علم الرجال বলে।
الرواية: হাদীস বর্ণনা করাকে রিওয়ায়েত বলে। কখনও কখনও মূল হাদীসকেও রিওয়ায়েত বলে। যেমন, এই কথার সমর্থনে একটি রিওয়ায়েত হাদীস আছে।
السند: হাদীসের মূল কথাটুকু যে সূত্র গ্রন্থসংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাঁকে সনদ বলে। এতে হাদীসের বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে।
المتن: হাদীসের মূল বক্তব্য ও তার শব্দের সমষ্টিকে মতন বলে।

المتابع والشاهد: এক রাবীর হাদীসের অনুরূপ যদি অপর রাবীর কোন হাদীস পাওয়া যায় তবে দ্বিতীয় রাবীর হাদীসকে প্রথম রাবীর হাদীসের মুতাবি‘ বলা হয়। যদি উভয় হাদীসের মূল রাবী অর্থাৎ সাহাবী একই ব্যাক্তি হন। তবে এইরূপ হওয়াকে মুতাবাআ’ত বলে। যদি মূল রাবী একই ব্যাক্তি না হন তবে দ্বিতীয় ব্যাক্তির হাদীসকে শাহিদ বলে। আর এইরূপ হওয়াকে শাহাদাত বলে। মুতাবাআ’ত ও শাহাদাত দ্বারা প্রথম হাদীসটির শক্তি বৃদ্ধি পায়।

متفق عليه: যে হাদীস একই রাবী থেকে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহ. উভয়ে গ্রহণ করেছেন, এমন হাদীসের ক্ষেত্রে متفق عليه শব্দ ব্যবহৃত হয়।
العدالة: যে সুদৃঢ় শক্তি মানুষকে তাকওয়া ও শিষ্টাচার অবলম্বনে এবং মিথ্যা আচরণ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে তাঁকে عدالة বলে। এখানে তাকওয়া বলতে অশোভনীয় আচরণ থেকে বিরত থাকা বুঝায়। যেমন হাট-বাজারে বা প্রকাশ্যে পানাহার করা বা রাস্তা-ঘাটে পেশাব-পায়খানা করা ইত্যাদি থেকে বিরত থাকা।
الثقة: যে রাবীর মধ্যে الضبط و العدالة উভয় গুণ পূর্ণভাবে বিদ্যমান, তাঁকে ثقه, বা ثبت বলে।

লেখক: সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ মাদরাসা মানিকনগর, ঢাকা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ