রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

ইউপি নির্বাচনে লড়ছেন ওয়ায়েজ মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

বরিশালের সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী ওয়ায়েজ মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী।

মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী ছোটবেলা থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে সক্রিয়। ছাত্রজীবনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হয় তার রাজনৈতিক জীবনের পথ চলা। এরপর বিভিন্ন ধাপ পেরিয়ে বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনীত হন।

ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর সেক্রেটারী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী আওয়ার ইসলামকে বলেন, বর্তমানে জাগুয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী একজন প্রতিষ্ঠিত ওয়ায়েজ। এতোদিন তিনি সুললিত তেলাওয়াত ও কুরআন-হাদীসের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে মানুষকে আল্লাহ তায়ালার বিধি-বিধান সম্পর্কে সচেতন করে এসেছেন। কোরআন-হাদিস ও দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার পাশাপাশি মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুরুব্বিদের নির্দেশনায় চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন তিনি। তার প্রতি এলাকায় ব্যাপক জনসমর্থনও রয়েছে।

মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী গত সেপ্টেম্বর থেকে চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন। তবে এর আগে থেকেই তিনি সুখে-দুখে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। রোগে শোকে এলাকাবাসীর কাঁধে হাত দিয়ে তাদের ব্যথায় ব্যথিত হয়ে নিজের মনে করে শান্তনা দিয়েছেন।

আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে জাগুয়া ইউনিয়নে মাওলানা হেদায়েতুল্লাহ আজাদীর সাথে লড়ছেন আরো ৬ জন প্রতিদ্বন্দ্বী। প্রত্যেকেই নির্বাচনকে ঘিরে মাঠে সক্রিয় ছিলেন, তাই এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আজকের এই নির্বাচনে। তবে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো হেদায়েতুল্লাহ আজাদীর সর্মথকরা বৃষ্টিকে উপেক্ষা করেও কেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী।

তিনি আরো জানিয়েছেন, আজ সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মাওলানা আজাদী এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এগিয়ে আছেন বলে জানা গেছে। তবে ফলাফলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আজকের নির্বাচনে ফলাফল সঠিকভাবে গণনা হলে মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী বিজয়ী ঘোষণা হতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে জাগুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রর্থী হেদায়েতুল্লাহ আজাদী আল্লাহ তায়ালার উপর ভরসা করে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন।

উল্লেখ্য, প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ (সোমবার) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সারাদেশে চেয়ারম্যান পদে লড়ছেন ৮৫৯ জন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ