রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

ফের ৫ বছরের জন্য পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মাওলানা ডা. আব্দুর রাজ্জাক ইস্কান্দার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাওসার আইয়ুব।।

পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা মুফতি তাকি উসমানির সভপতিত্বে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পাকিস্তানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে ফের ৫ বছরের জন্য এ শিক্ষাবোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন জামিয়া উলুুমিল ইসলামিয়ার চ্যান্সেলর মাওলানা ডা. আব্দুর রাজ্জাক ইস্কান্দার।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদের দারুল উলুম জাকারিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান এর মিটিংয়ে আগামী পাঁচ বছরের জন্য মহাপরিচালক নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ হানিফ জালন্ধারী।

মিটিংয়ে উপস্থিত ছিলেন পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার নতুন পুরাতন কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন মাদারিসে কওমিয়ার মুহতামিম ও ইসলামিক দলসমূহের নেতৃবৃন্দ।

বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, আমাদেরকে ভবিষ্যত প্রজন্মের জন্য হলেও দেশের হাল ধরতে হবে। কওমি মাদরাসাকে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে। খতমে নবুওয়াতকে শক্তিশালী করতে হবে। দীনি ইলমকে জিন্দা রাখতে আমাদের সব ধরনের কাজ হাতে নিতে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান। বিশ্বের বৃহত্তম ইসলামী শিক্ষা বোর্ডসমূহের অন্যতম। পাকিস্তানের ১০ হাজারেরও বেশি মাদরাসা এবং প্রায় ৮ হাজার ইকরা স্কুল এই বোর্ডের অধিনে আছে। দেওবন্দের চিন্তাধারায় পরিচালিত এ বোর্ড সকল মাদরাসাগুলিকে দীর্ঘ দিনব্যাপী নিয়ন্ত্রণ করে আসছে।

হানাফি মাজহাবের স্কলার মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দের বোর্ডটির সভাপতি। কারী মুহাম্মদ হানিফ জালান্ধারি সাধারণ সম্পাদক। বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের প্রধান কার্যালয় মুলতানে অবস্থিত। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান

-ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ