আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ বিরতির পর মসজিদে জানাজার নামাজের অনুমতি দিয়েছেন সৌদি আরব। বুধবার এক প্রজ্ঞাপন জারি করে মসজিদে জানাজার নামাজের অনুমতি দেওয়া হয় বলে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।
বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়লে গত বছর মসজিদে জানাজার নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। তবে দেশটির করোনা পরিস্থিতির উত্তরণ হওয়ায় জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জানাজার নামাজের অনুমতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বের কয়েকটি দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে তখন সংক্রমণ এড়াতে এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। সৌদিতে বসবাসরত ৬০ হাজার জন এবছর হজে অংশ নিতে পারবেন।
এনটি