রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

হিজরী চলতি মাসে প্রকাশ হতে পারে তাকমিল জামাতের ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হিজরী চলতি মাসের শেষে ৩০ তারিখে (সম্ভাব্য ১০ কিংবা ১১ জুলাই) প্রকাশিত হতে পারে হাইয়াতুল উলইয়ার তাকমিল জামাতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

আজ বুধবার (১৬ জুন) অনুষ্ঠিত জরুরী বৈঠকে উপস্থিত একাধিক সদস্যের সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এতে হাইয়াতুল উলইয়ার প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া দীর্ঘ সময় বন্ধ থাকা কওমি মাদরাসা খোলার বিষয়েও বিস্তর আলোচনা হয়। আলোচনা শেষে সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা ও মাদরাসা খোলার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপের জন্য তিন সদস্যের একটি টিম গঠন হয়েছে বলেও জানা গেছে।

টিমে থাকা সদস্য তিনজন হলেন, রাজধানীর জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিমও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী ও আযাদ দীনি এদারা বোর্ড সিলেটের মহাসচিব মাওলানা আব্দুর বছির।

এর আগে আজ বুধবার সকাল ১০ টায় সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৮ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ হয় ১৪৪২ হিজরীর হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় তাকমীল জামাতের পরীক্ষা। এরপর লকডাউনের কারণে এ বছর উত্তরপত্র দেখায় কিছুটা বিলম্ব হলেও ফলাফল প্রকাশের দ্বারপ্রান্তে পৌঁছতে পেরেছে হাইয়া কর্তৃপক্ষ। এরপর আজকের বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ