রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম; আওয়ামী লীগের ১৫ নেতার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার আমতলী পৌর শহরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো দু’টি ভাগে বিভক্ত হয়ে মুখোমুখি অবস্থানের কারণে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা প্রর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে এ আদেশ জারি করা হয়।

আমতলী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২১ মে রাতে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: মতিয়ার রহমানের ভাগ্নে আবুল কালাম আজাদসহ দু’জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি জিএম হাসান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুছাসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ১৫ নেতার নামে মামলা দায়ের করা হয়।

আমতলী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সূত্রে জানা গেছে, এ মামলায় যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা মেয়র মতিয়ার রহমানের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। এছাড়াও গুরুতর আহত মেয়র ভাগ্নে আবুল কালাম আজাদ ভিডিও বক্তব্যে যাদের অভিযুক্ত করেছেন তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত কয়েকদিন ধরে আমতলী পৌরশহরে উভয়পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছেন।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান বলেন, আগামীকাল আমতলী উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর একটি পক্ষ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে এ ধরনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তি ও শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ