আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারী প্রতিকূল পরিস্থিতিতে যথাসময়ে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ফলাফল প্রকাশ করায় এ দায়িত্বে নিয়ােজিত কর্মীদেরকে বেফাক সভাপতির পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়।
আজ (১৪ জুন) সােমবার মাওলানা মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বেফাক কার্যালয়ে উপস্থিত হয়ে চলমান লকডাউনসহ সকল প্রতিকূল পরিস্থিতিতে দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল যথাসময়ে (২৭ রমযান ১৪৪২ হিজরী) প্রকাশ করতে পারায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
এ কাজে নিয়ােজিত পরীক্ষা নিয়ন্ত্রকসহ সকল কর্মীদের কাজে সন্তোষ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এখলাসের সাথে বেফাকের কাজ সম্পাদনে সচেষ্ট থাকার আহ্বান জানান কর্মীদের প্রতি।
এ সময় তিনি পরীক্ষার ফলাফল সংক্রান্ত কাজে নিয়ােজিত কর্মীদের ব্যক্তিগতভাবে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। উপস্থিত সকল কর্মী সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
-এটি