আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মুসলিমদের প্রথম কবরস্থান ও সাংস্কৃতিক কেন্দ্র চালু হয়েছে।
গতকাল সোমবার (৭ জুন) রাজধানী ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো ইসকো মোরিনো ডোমাগোসো ও মুসলিম অ্যাফেয়ার্স প্রধান দির শে সাকালুরান মোহাম্মদ তা উদ্বোধন করেন।
ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো ইসকো মোরেনো ডোমাগোসো বলেন, প্রায় ২৪০০ স্কয়ারফিটের প্রথম এ কবরস্থান ম্যানিলা শহরের মুসলিমদের স্মরণে উৎসর্গ করা হয়। তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াইয়ে মুসলিমদের প্রচেষ্টার অন্যতম প্রতীক।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরো বলেন, ‘আজকের দিনটি বর্তমান প্রজন্মের পক্ষ থেকে শহরের মুলসিম পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। পূর্বপুরুষদের প্রকৃত ইতিহাস জানাতে আমরা তাদের স্মরণ করছি।’ সূত্র: ইকনা
-এটি