রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত ‘প্রত্যাখ্যান’ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বৃদ্ধির আদেশ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে এ বিবৃতি দেয় তারা।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’। তেমনি শিক্ষার্থীদের স্থানই ক্যাম্পাস। সেই ক্যাম্পাস যদি ফাঁকা পড়ে থাকে, জাতির মেরুদণ্ডই যদি ঝিমিয়ে পড়ে, হতাশায় ভুগে, তাহলে এই জাতির কি হবে!

তারা বলেন, ২৪ মে সারাদেশে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। অথচ কোনো ফলাফল পায়নি। আমরা সবচেয়ে বেশি হতাশ হয়েছি আজকে যখন মাননীয় শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন, ১৩ জুন থেকে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। আমরা একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে, স্কুল কলেজের শিক্ষার্থীদের করোনা সম্পর্কে সচেতনতা বেশি নাকি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সচেতনতা বেশি?

প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজের বিষয় উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোদমে চলছে, মেডিক্যালের শিক্ষার্থীদের হল খোলা এবং তাদের টার্ম পরীক্ষাও নেওয়া হচ্ছে, তাহলে আমাদেরই কেন বন্ধ থাকবে?’ এটা এক ধরনের বৈষম্য বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সর্বোচ্চ বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থীদের দিকে তাকিয়ে, তাদের পরিবারের দিকে তাকিয়ে হলেও বিশ্ববিদ্যালয় অনতিবিলম্বে খুলে দেওয়া হোক।’

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ