মোস্তফা ওয়াদুদ: বর্তমানে বোরকার পাশাপাশি কিছু শর্ট পোষাক পরিধান করতে দেখা যায় সমাজের নারীদের। পুরুষের পাশাপাশি নারীরাও এখন শার্ট-প্যান্ট পরিধান করে। এতে করে নারীদের উত্যক্ত করার ঘটনা দেখা যায় প্রায়ই। অনেকেই নারীদের ইভটিজিংয়ের পেছনে নারীদের পোষাককে দায়ী করে থাকেন। তাই সমাজের নারীদের পোষাক কেমন হবে? তারা কি শার্ট-প্যান্ট পরিধান করতে পারবে? এ বিষয়ে দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়েছে, ‘নারীদের জন্য ঢিলেঢালা পোষাক পরিধান করা উচিত। শার্ট-প্যান্ট পরিধান করা নিষেধ।’ বিস্তারিত দেখুন...
প্রশ্ন : নারীদের পোষাক কেমন হওয়া উচিত? নারীরা কি প্যান্ট-শার্ট পরিধান করতে পারবে?
উত্তর : মহিলাদের জন্য এমন পোষাক পরিধান করা সুন্নাত। যা ঢিলেঢালা ও শরীর আবদ্ধকারী হয়। চিপা অথবা কঠিন টাইটপীট পোষাক পরিধান করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই।
প্যান্ট-শার্ট পরা নারীদের জন্য নিষেধ। কেননা এটা একদিকে পুরুষের পোষাক। অপরদিকে এর দ্বারা শরীর আবদ্ধ রাখার পূর্ণ বিষয়টি পাওয়া যায় না।
দলীল: (তাকমিলা ফাতহুল মুলহিম, খণ্ড :৪, পৃষ্ঠা : ৭৬,৭৭, কিতাবুল লিবাস, বৈরুত থেকে মাকতাবা দারুল এহইয়া)
ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/clothing-lifestyle/602936
এমডব্লিউ/