সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


চিনি থেকে পিঁপড়া দূরে থাকবে যে চার উপায়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্য প্রয়োজনীয় একটি দ্রব্য চিনি। তবে পিঁপড়ার জন্য ঘরে চিনি রাখা একটু কষ্টকর। যেখানে চিনি থাকে সেখানেই পিঁপড়ার হামলা হয়। পিঁপড়ের হাত থেকে চিনি বাঁচাতে অনেকেই পলিথিনের প্যাকেটে মুড়ে রাখছেন আবার কেউ শক্ত ঢাকনা-ওয়ালা পাত্রে রাখছেন। আবার অনেকেই চিনি ফ্রিজে রাখছেন।

তবে এমন বেশ কয়েকটি উপায় আছে, যেগুল কাজে লাগালে চিনির পাত্র ঘরের যেখানেই রাখুন, পিঁপড়া ধরবে না কোনো মতেই। চলুন জেনে নেই সেই পদ্ধতিগুলো-

এক. মাঝারি মাপের দুই-একটা দারচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।

দুই. এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২ থেকে ৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।

তিন. চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন। ৪ থেকে ৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। তেজপাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।

চার. চিনির পাত্রে একটি বা দু’টি লবঙ্গ রেখে দিন। ৪ থেকে ৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। লবঙ্গের গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ