সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মুন্সিগঞ্জ হযরতপুরের গাছে গাছে আল্লাহর জিকির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন: ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত সিরাজদিখান থানার শেষ যে ইউনিয়ন; তার নাম হযরতপুর। হযরতপুর ইউনিয়নের একটি গ্রামের আলিয়া মাদরাসা রোডের গাছে গাছে সাঁটানো আল্লাহ তায়ালার নাম সম্বলিত প্লেকার্ড।প্লেকার্ডে লেখা ‘সুবহানাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘আল্লাহু আকবর’ ও ‘আস্তাগফিরুল্লাহ’ জিকির। পথিকের চলাচল পথে এসব জিকির সাধারণ মানুষকে বেশ আকর্ষণ করে। তারা খোদার জমিনে হাঁটেন। খোদার নাম নিয়ে। মুখে জারী রাখেন আল্লাহর তায়ালার জিকির।No description available.

প্রায় বেশকিছু দিন হয় শেখরনগর ইউনিয়নের হযরতপুর আলিয়া মাদরাসা রোডটি সংস্কার করা হয়। রোডটি এখন যথেষ্ট সুন্দর ও চলাচলের জন্য বেশ উপযোগী। রোডটির দু’ধারে বিভিন্ন গাছ লাগানো রয়েছে। আর এসব গাছের মধ্যেই লোহার পাত দিয়ে সাঁটানো হয়েছে আল্লাহ তায়ালার নামের জিকির।No description available.

একেক গাছে একেক রকমের জিকির কিংবা আল্লাহ তালায়ার গুণবাচক বাক্য রয়েছে। কোন গাছে লিখা রয়েছে আলহামদুলিল্লাহ, কোন গাছে রয়েছে-সুবহানআল্লাহ, আসতাগফিরুল্লাহ। আবার কোন গাছে লা ইলাহা ইল্লালাহ ও আল্লাহু আকবার লিখা রয়েছে।

No description available.

গাছে গাছে এমন জিকির লেখা সম্পর্কে হযরতপুর আলিয়া মাদরাসার একজন শিক্ষক মাওলানা আব্দুল আমীনের কাছে জানতে চাইলে তিনি আওয়ার ইসলামকে বলেন, গাছে গাছে এমন জিকির সাঁটানোর মাধ্যমে এলাকায় একটি দীনী পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং আল্লাহর গুণবাচক এসব নামগুলো দেখলে পথচারীদের মধ্যে ক্ষণিকের জন্য হলেও জিকিরের জোশ তৈরী হয়।

No description available.

স্থানীয় জনপ্রতিনিধি ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল মালেক খোকন এ সম্পর্কে আওয়ার ইসলামকে বলেন, এই যে গাছে গাছে লোহার পাত দিয়ে আল্লাহর জিকির সাঁটানো হয়েছে তা অত্যন্ত ভালো উদ্যোগ। এমন উদ্যোগকে আমি সব সময় স্বাগত জানাই। ব্যক্তিগতভাবে সাপোর্ট করি। আমি চাই বাংলাদেশের প্রতিটি এলাকার রাস্তায় আল্লাহ তালায়া এমন জিকির সাঁটানো থাকুক।

মুহাম্মাদ নাদিম নামের একজন স্থানীয় কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, রাস্তা হওয়ার পূর্বে এমন জিকির গাছে সাঁটানো দেখি নাই। রাস্তাটি সংস্কারের পর এগুলো দেখেছি। খুবই ভালো উদ্যোগ এটি। গাছে গাছে এমন জিকির সাঁটানোর জন্য রাস্তাকে ব্যাপক সুন্দর দেখা যায়।

No description available.

আফসার নামের একজন বলেন, গাছে গাছে এমন জিকির কে লাগিয়েছেন? জানি না তবে যে ব্যক্তিই কাজটি করেছে খুব ভালো কাজ করেছেন। পথচারী কোন এক ব্যক্তিও যদি এটি হাঁটতে পথে পাঠ করেন। তাহলে যিনি এগুলো লাগিয়েছেন তিনি নেকী পাবেন।

গাছে জিকির সাঁটানো এই রাস্তাটি শেখরনগর-গোপালপুর ব্রিজ ঘেঁষে সোজা রাজানগর-মধুপুরের দিকে এবং দক্ষিণে বড়াম-চিত্রকোট হয়ে সৈয়দপুর দিয়ে বের হয়ে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ