শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মহিলাদের খোলা মুখে ইউটিউবে দীনের দাওয়াত দেয়া বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, নিকাব ছাড়া চেহারা খোলা রেখে কোনও মহিলা শিক্ষক কি ইউটিউব বা অন্য কোনও চ্যানেলে দীনের দাওয়াত দিতে পারবেন? কুরআন ও হাদীসের আলোকে এর বিস্তারিত উত্তর দেওবন্দের ফতোয়া বিভাগে জানতে চেয়েছেন জনৈক ব্যক্তি। এর ফতোয়া দেওবন্দ থেকে বলা হয়, না কোনো মহিলা নিজের চেহারা খোলা রেখে ইউটিউবে দনের দাওয়াত দিতে পারবে না। এটা জায়েজ নেই। বিস্তারিত দেখুন,

উত্তর : পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে।

শরিয়তে মহিলাদের জন্য অপরিচিত ব্যক্তির সাথে পর্দা করা বাধ্যতামূলক এবং পর্দাতে চেহারা বা মুখও অন্তর্ভুক্ত। কারণ এটি সৌন্দর্যের সমাগম, এবং নারীদের পর্দার আদেশ দেওয়া হয়েছে ফেতনা সৃষ্টির আশঙ্কার কারণে। আজকাল ব্যভিচার ও খারাপ কাজের আধিক্য ফেতনা সৃষ্টির ভয়কে আরও তীব্র করে তুলেছে। আর ইউটিউব চ্যানেল বিশ্বের যে কোনও জায়গায় একটি সাধারণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এটা সবাই দেখতে পায়। সুতরাং কোনও মহিলা শিক্ষক বা একজন শিক্ষক-শিক্ষিকা মুসলিম মহিলার পক্ষে ধর্মীয় আমন্ত্রণের নামে বা কোনও কাজের জন্য মুক্ত মুখ বা চেহারা খোলা নিয়ে ইউটিউব চ্যানেলে আসা ঠিক নয়। এটা জায়েজ নেই। এছাড়াও, ইউটিউবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দেয়াও পাপ।

কারণ দেওবন্দী আলেমদের গবেষণা হলো, ‘ডিজিটাল চিত্রগুলি সাধারণ চিত্রগুলির মতোই অবৈধ। যথা: জীবিতদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিও ডিজিটাল ফটোগ্রাফি এবং অ-ডিজিটাল ফটোগ্রাফির মতো। উভয়টিই গুনাহের অন্তর্ভুক্ত এবং উভয়টিই অবৈধ।’

আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন:  يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا অর্থ: হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। (সুরা আহযাব, আয়াত: ৫৯)

হজরত আবু বকর রা. বলেছেন: এই আয়াতে এটা প্রমাণিত যে, একজন যুবতী পর্দার জন্য আদিষ্ট। তার চেহারা অপরিচিত মানুষের নজরের বাইরে থাকবে। (আহকামুল কুরআন লিল জুস্সাস, খণ্ড-৩, পৃষ্ঠা-৩৭২)।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন: وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى অর্থ: তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-বর্বর যুগের অনুরূপ (মহিলাদের মতো) নিজেদের প্রদর্শন করবে না।

হজরত আলী ইবনে আবী তালহা রা. ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তায়ালা মুমিনদের স্ত্রীদের আদেশ করছেন, তারা যখন কোনো প্রয়োজনে বের হবে তখন যেনো তারা তাদের মাথার কাপড় দ্বারা চেহারা ঢেকে নেয়। শুধু একটি চোখ খোলা রাখে। (তাফসীরে ইবনে কাসীর, পৃষ্ঠা নং ১০৩৮)

দেওবন্দের ফতোয়া বিভাগে দেয়া এ প্রশ্নোত্তর লিঙ্ক : https://darulifta-deoband.com/home/ur/women-s-issues/603457

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ