মোস্তফা ওয়াদুদ: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী চলছে। চলমান এ মহামারী থেকে বাঁচতে অনেকেই অনেক রকমের আমল করছেন। কিছুদিন পূর্বে দেশ-বিদেশের বিভিন্ন মসজিদে কুনুতে নাজেলার আমল শুরু হয়েছে। এই পরিস্থিতিতে করোনা মহামারি থেকে বাঁচতে কুনুতে নাজেলা পড়ার বিধান কি? দারুল উলুম দেওবন্দ এ বিষয়ে একটি ফতোয়া প্রদান করেছে।
তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে বাঁচার জন্য কুনুতে নাজেলা পড়া জায়েজ আছে। ফতোয়ায়ে শামীসহ অন্যান্য ফতোয়ার কিতাবে মহামারী থেকে বাঁচার জন্য কূনুতে নাজেলা পড়ার অনুমতির কথা উল্লেখ আছে।ইমাম সাহেব ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পর একটি দোয়া (কুনুতে নাজেলা) পড়বেন। পেছনের মুক্তাদীগণ শুধু আমিন বলবেন। দোয়াটি দেখুন দেওবন্দ থেকে প্রকাশিত ফতোয়ার কপিতে। ফতোয়ার লিঙ্ক: https://drive.google.com/file/d/1UULtL6iTXIAY_GxsBLFwnSHN97RZW46R/view
প্রকাশ থাকে যে, শুধু কুনুতে নাজেলার উপর সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং প্রত্যেকেই নিজ নিজ ঘরে তেলাওয়াতে কোরআন ও দুরুদ শরীফের আমল বাড়িয়ে দেবেন। এবং দোয়ায়ে ইউনুসের আমলের সাথে সাথে ইস্তেগফার ও আল্লাহর কাছে মহামারী থেকে বাঁচতে দোয়া করবেন।
এমডব্লিউ/